প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দ্রুত সময়ের মধ্যে সাতক্ষীরা-মুন্সিগঞ্জ রেললাইন, চার লেন সড়ক ও বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক আ.ফ.ম রুহুল হক এমপি
বলেন মানুষ আমাকে ভালবাসে বলে আমি আবারও সংসদ সদস্য নির্বাচিত হতে পেরেছি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একটি চ্যালেঞ্জ ছিল। সেটি আমরা অতিক্রম করেছি। আপনারা আমাকে নির্বাচিত করে আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন। আমি আবারও নির্বাচিত হয়েছি সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
সরকার তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বেকার যুবকদের জনশক্তিতে রূপান্ত্রিত করতে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছেন।

তিনি আরো বলেন সাতক্ষীরায় মেডিকেল কলেজ হয়েছে। সাতক্ষীরা-মুন্সিগঞ্জ চার লেনের রাস্তা পাশ হয়েছে। দ্রুত সময়ে রেললাইনের কাজ শুরু হবে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিল পাশ হয়েছে। সাতক্ষীরায় অর্থনৈতিক জোন করা হবে। এলাকার যুবক-যুবতীরা বেকার থাকবে না।

শনিবারে (২৭ জানুয়ারি) বিকালে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম. রুহুল হক (এমপি)।

নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান (মনি), যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন (রতন)।

অন্যান্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, শরৎ চন্দ্র ঘোষ, যুগ্ম সম্পাদক আলী মোর্তোজা মোহাম্মদ আনারুল হক, সাংগঠনিক আরশাদ আলী, আসাদুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর গাজী, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায় সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন