নিজস্ব প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলাধীন উল্লাপাড়া উপজেলার রাজমান বাজার সংলগ্ন গ্রিনল্যান্ড ডিজিটাল বিদ্যানিকেতন এর ৭তম বর্ষ পূর্তি ও এস, এস, সি তৃতীয় ব্যাচ ২০২৪ সালের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ার অনুষ্ঠান যথাযথ ভাবে পালন করা হয়। একটি প্রতিষ্ঠানে কতোটুকু আন্তরিকতা থাকলে মাত্র ৬ বছরে চারশতের অধিক শিক্ষার্থী ভর্তি হয় তার অনন্য উদাহরণ গ্রিনল্যান্ড ডিজিটাল বিদ্যানিকেতন। এখানে শিক্ষকদের আন্তরিকতা ও ভালোবাসায় বিগত ২ বছরে বেশ কিছু শিক্ষার্থী দেশের নামি-দামি কলেজে ভর্তি হয়েছে। এলাকার গন্যমান্য ব্যক্তিসহ প্রায় সহস্রাধিক মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিদায় শিক্ষার্থীদের, উর্মী৷ তাছনুবা, ইব্রহিম, মনিরা প্রমূখ বক্তব্য রাখেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উল্লাপাড়া উপজেলার সন্মানিত সভাপতি জনাব মোঃ ফরিদ উদ্দিন আহমেদ স্যার সভাপতির আসন অলংকৃত করেন এবং ওনার জ্ঞানগর্ব মূলক বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য মানসম্মত শিক্ষার বিকল্প নেই। আর এই প্রতিপাদ্ধকে লালন করে গ্রিনল্যান্ড ডিজিটাল বিদ্যানিকেতন এবছরও ৪৭ জন শিক্ষার্থীদের বিদায় দিলেন। অনুষ্ঠানের শুরুতেই তাদের প্রত্যকের হাতে রজনীগন্ধার স্ট্রিক ও ট্রি সার্ট তুলে দেন। মোঃ হারুন অর রশিদ এর চমৎকার উপস্থাপনা অনুষ্ঠানকে আরো প্রানবন্ত করেছে।