প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

একজন মসজিদের ইমাম সাহেবের ঘর নির্মাণে চালার ঢেউটিন প্রদানে আর্থিক সাহায্যে এগিয়ে আসুন

Open photo

মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি: অভাব, অনটন সহ নানান প্রতিকূলতার সাথে পাল্লা দিয়ে আজ জীবন বাস্তবতার মুখোমুখি একজন ইমাম সাহেবের পরিবার। আমাদের সমাজে ইমাম সাহেবকে যে বেতন দেয়া হয় তা দিয়ে পরিবার চালানো অনেক কষ্ট সাদ্য হয়ে পড়ে। যার ফলে ঘরের কাজ করতে পারছেনা। উনার আবেদনের ভিত্তিতে “স্বপ্ন পূরণ ফাউন্ডেশন” এই মানবিক কাজে আপনাদের সহযোগিতা নিয়ে পরিবারের পাশে থাকার চেষ্টা করছে। আমি, আপনি বা আমার আপনাদের মতো যারা বিত্তবান শ্রেণির মানুষ আছেন, আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় অতীতের ন্যায় এবার ও একজন ইমাম সাহেবের পরিবারের মুখে হাসি ফুটবে। এই গর্বিত কাজে আপনি বা আপনাদের অংশীদারিত্ব হোক আমাদের প্রত্যাশা । আপনারা মানবিকতার পাশে থাকলে, মানবতার জয় হবেই। ইনশাল্লাহ।  টাকা পাঠানোর নাম্বার 01777463463 (মনোয়ার হোসেন মুন্না) 01613246262 (মোশাররফ) (টাকা পাঠাইলে জানাবেন) জয়হোক মানবতার। “স্বপ্ন পূরণ ফাউন্ডেশন” চৌদ্দগ্রাম, কুমিল্লা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন