প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ২০০ গ্রাম মাদকদ্রব্য গাজা উদ্ধার করা হয়

মোঃ ইব্রাহিম সরকার স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ঘটনাস্থল লালমনিরহাট জেলার লালমনিরহাট পৌরসভাধীন রেলওয়ে সোহরোওয়ারদী মাঠ এর দক্ষিন- পূর্ব পার্শ্বে অবস্থিত মিশনমোড় হইতে লালমনিরহাট রেলস্টেশনগামী পাঁকা রাস্তার উপর পরিত্যক্ত অবস্থায় ০২ টি কাঠের তৈরি চার কোনা বিশিষ্ট বসার পিড়া এর তারকাটা যুক্ত ০৪ টি পায়ার ভিতরে খোদাই করে বিশেষ ভাবে রক্ষিত সাদা রংয়ের পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ০৪ টি টোপলা যার প্রতিটি টোপলায় পলিথিনসহ ওজন ৩০০ (তিনশত) গ্রাম করে মোট (৩০০×০৪)= ১ (এক) কেজি ২০০ (দুইশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা। মুল্য অনুমান ১২,০০০/- (বারো হাজার টাকা) উদ্ধার করা হয়। এ বিষয়ে লালমনিরহাট থানার সাধারণ ডায়েরির আবেদন প্রক্রিয়াধীন।

উদ্ধারকারি অফিসার: এসআই নিজাম উদ দৌলা, সঙ্গীয় ফোর্স কং/৬৯১ মোঃ রাশেদ মিয়া, কং/৭০৫মোঃ
রবিউল ইসলাম, কং/৮২ মোঃ বেলাল হোসেন, কং/৪৭৯ ময়েজ উদ্দিন ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন