রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ শিক্ষক বিপ্লব-শাহীন
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বালিয়াকান্দির কুরশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কুমার পাল ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন বালিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ শাহীন আল মাসুদ।জাতীয় প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডল স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়।মুহাম্মদ শাহীন আল মাসুদ ২০০১ সালে শিক্ষকতা পেশায় যোগদান করেন। তিনি আইসিটি জেলা অ্যাম্বাসেডর। ২০১৯ সালেও জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক, ২০১৭ সালে শিক্ষক বাতায়নের সেরা কনটেন্ট নির্মাতা, ২০২১ সালে এটুআই কর্তৃক সেরা অনলাইন পারফরমার নির্বাচিত হোন তিনি অন্যদিকে বিপ্লব কুমার পাল ১৯৯৯ সালে সহকারী শিক্ষক হিসেবে ও ২০১৯ সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি ২০০৮ সালে জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
বিপ্লব ও শাহীন তাদের অভিব্যক্তি প্রকাশ করে জানান, এ অর্জন তাদের আগামী দিনের পথচলার অনুপ্রেরণা হয়ে উঠবে। এই শ্রেষ্ঠত্বের জন্য তারা উভয়ই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।