প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সড়ক দুর্ঘটনায় দিনাজপুরে এক পথচারীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় দিনাজপুরে এক পথচারীর মৃত্যু
রাস্তার ভাঙ্গনরোধে ব্যবহৃত এজিং এ হোঁচট খেয়ে রাস্তায় পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দিনাজপুরে এক পথচারীর মৃত্যু হয়েছে ।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় মঙ্গলবার (২৬সেপ্টেম্বর)সকাল আনুমানিক ৯টায় দিনাজপুর সদরের উপশহর জনতা ক্লিনিকের সামনে এক পথচারী হঠাৎ ইটে হোঁচট খেয়ে রাস্তায় পড়ে গেলে পিছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায় এবং ঘটনাস্থলেই পথচারির মৃত্যু হয় ।দিনাজপুর কোতোয়ালি থানাসুত্রে জানা যায় সড়ক দুর্ঘটনায় নিহত পথচারী ধর্ম নারায়ন বিশ্বাস (৬০) খানাসামা উপজেলার ধুবলিয়া গ্রামের মৃত ধরনী ধর বিশ্বাসের ছেলে এনজিও কর্মী।।মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ট্রাকটি পলাতক রয়েছে এবং সড়ক পরিবহন আইনে একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।এদিকে ধর্ম নারায়ন বিশ্বাসের মৃত দেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন