প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শিবগঞ্জে অর্থের অভাবে চিকিৎসা অনিশ্চিত চিকিৎসা নিয়ে বাঁচতে চায় সোহাগ

শিবগঞ্জে অর্থের অভাবে চিকিৎসা অনিশ্চিত চিকিৎসা নিয়ে বাঁচতে চায় সোহাগ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের মল্লিকপুর ঠাকুর পাড়া গ্রামের মৃত্যু ঠান্ডা মিয়া ছেলে সোহাগ আহমেদ (১৫) তিন বছর আগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মস্তিষ্কের মারাত্মক ক্ষতি হয়। দরিদ্র অসহায় পরিবারের সন্তান সোহাগ অর্থের অভাবে চিকিৎসা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। সমাজের বিত্তবানদের কাছে সাহায্য ও সহোযোগিতা চেয়েছেন তার পরিবার। দুই ছেলে এক মেয়েকে নিয়ে কোন রকমে অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করছেন মা।জানা যায়, কিচক বন্দর আফাকু কোল্ড স্টোরেজ সামনে আলু বাছার কাজ করতো সোহাগের মা। সেই সময় কোল্ড স্টোরেজ সামনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সোহাগের মস্তিষ্কের খুলি পুড়ে উঠে যায়। আজও মৃত্যুর সাথে যুদ্ধ করে বেঁচে আছে সোহাগ। সে সময় ডাক্তার বলেছিল তার মস্তিষ্কের সার্জারী করতে ১ লক্ষ টাকার উপরে খরচ হবে। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারিনি মা বাবা। তার কয়েক মাস পরে মারা যায় বাবা ঠান্ডা মিয়া। শুধু অর্থের অভাবে অকালে নিভে যেতে বসেছে সোহাগের জীবন প্রদীপ। অসুস্থতার কারণে থমকে গেছে জীবনের গতি। দুরন্তপনার এই সময়ে হারিয়ে গেছে সোহাগের চঞ্চলতা। সমাজের অন্য ছেলে মেয়ের মতো বাঁচতে চায় সোহাগ। অল্প হাটতেও হাঁপিয়ে ওঠে সে। দিন যতই যাচ্ছে ততই সে অসুস্থ হয়ে পড়ছে।সোহাগের মা কান্না জড়িত কন্ঠে বলেন প্রতিদিন ঔষধ লাগে ১০০ টাকার উপরে। আমরা গরীব মানুষ ঠিক মতো খেতে পায় না। ছেলের চিকিৎসা করাবো কিভাবে? তাই সমাজের বিত্তবান মানুষের কাছে আকুল আবেদন জানিয়েছেন তাদের পাশে দাঁড়ানোর।স্থানীয় বলছেন তারা অসহায় তাদের পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব নয়। সমাজের বিত্তবান শ্রেণির মানুষের তাদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন