প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

জয়পুরহাট বিলের খাল থেকে কিশোরীর লাশ উদ্ধার

জয়পুরহাট বিলের খাল থেকে কিশোরীর লাশ উদ্ধার
মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান,
জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট পাঁচবিবি উপজেলাতে বিলের খাল থেকে ববিতা নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই পাথরঘাটা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ঝিনাইগাড়ি নামক খাল থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। নিহত কিশোরী ওই গ্রামের মামুনুর রশিদের মেয়ে।ঘটনার বিবনে জানা যায়, সোমবার রাত ১০ টার দিকে ববিতা সহ তিন ভাই বোন ঘরে বসে টিভি দেখার এক পর্যায়ে ববিতা ঘুৃমানোর কথা বলে নিজ কক্ষে চলে যায়, ঘন্টা খানেক পর নিহতের বড় বোন মামুনী খাতুন প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আসার সময় ববিতার কক্ষে গিয়ে তাকে না পেয়ে খোঁজা খুঁজি করতে থাকে। আজ মঙ্গলবার সকাল ৮ টার দিকে বাড়ীর আধা কিলো মিটার পশ্চিমে খাল পারে স্থানীয় লোকজনেরা মাছ ধরতে গিয়ে ববিতার মৃত দেহ খালের পানিতে পড়ে থাকতে দেখে।পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে গলায় ওড়না পেঁচানো লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন