প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় কুলাউড়া উপজেলায় কুষ্ঠ ও প্রতিবন্ধীদের চেক বিতরণ

দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় কুলাউড়া উপজেলায় কুষ্ঠ ও প্রতিবন্ধীদের চেক বিতরণ
অজিত দাস,মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় আর্থিক ও কৌশলগত সহযোগিতার জন্য লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায়
গাজীপুর চা বাগানের কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন উদ্যোগ ফেডারেশন চেক প্রদান করা হয়,এবং উক্ত ফেডারেশনের হতদরিদ্র, সাধারন প্রতিবন্ধী ও কুষ্ঠ আক্রান্ত পরিবারের ছেলে মেয়েদের মধ্যে ১১ জনকে নগদ পুরো এক বছরের আর্থিক শিক্ষা সহায়তা প্রদান করা হয়।
দি লেপ্রসি মিশনে ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃক চেক টি প্রদান করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খন্দকার,
আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ ও মৌলভীবাজার জেলা ফেডারেশন সমন্বয়কারী বিকাশ কুমার দাশ এবং গাজীপুর ফেডারেশন এর কমিউনিটি রিসোর্স পারসন শান্ত রায়।এছাড়া আরও উপস্হিত ছিলেন গাজীপুর কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন উদ্যোগ এর সভাপতি কাঞ্চনমনি রায় ও সম্পাদক জাকেরা বেগম এবং নির্বাহী সদস্য বৃন্দ।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান যে,
উক্ত কার্যক্রমের মাধ্যমে কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি, কুষ্ঠ প্রতিবন্ধী ও সাধারণ প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন যাত্রা মান্নোয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন।
এবং তিনজন কুষ্ঠ আক্রান্ত রোগীর সরকারি ঘর নির্মান করে দেওয়ার আশা প্রকাশ করেন।
উল্লেখ্য যে, গাজীপুর কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন উদ্যোগ এর সম্পাদক মিস জাকেরা বেগম বলেন “দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ উদ্যোগ ও ইউ এন ও এর সহযোগিতা তাদের জীবন পরিবর্তন করার লক্ষ্য একধাপ অগ্রসর হলো।
তিনি দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন