প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ ২২ আশ্বিন, ১৪৩২ ১৪ রবিউস সানি, ১৪৪৭

রাজশাহীতে বাসের ধাক্কায় শিশুসহ নিহত ২

মোঃ আফতাবুল আলম রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলায় বাসের সাথে ভ্যানের সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের সইপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভ্যানচালক সিরাজ (৫০) ও আব্দুল্লাহ (১২)। স্থানীয়রা জানায়, বাগমারা উপজেলার ভবানীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস রাজশাহী শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সইপাড়া এলাকায় পৌঁছলে বাসটি একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। পুলিশ জানায়, বাসটি জব্দ করা হয়েছে। তবে, চালক ও সহযোগি পালিয়ে গেছে। এ ঘটনায় মোহনপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর থানার ওসি (তদন্ত) আছের আলী।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন