প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ ২২ আশ্বিন, ১৪৩২ ১৪ রবিউস সানি, ১৪৪৭

নীলফামারীতে বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল)এর উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

 মোঃরেজাউল ইসলাম লিটন নীলফামারী জেলা প্রতিনিধ: প্রতি বছরের ন্যায় বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল)এর উদ্যোগে নীলফামারীতে পার্টির কর্মীদের ০৪ চার শত পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ঢাকা মহানগর সাম্যবাদী দল (এম-এল)এর আহবায়ক কমরেড সাইমুম হক এর আহ্বানে আজ শনিবার, সকাল ১১টায়, নীলফামারী সদর। (কমরেড ভিলা) নতুন পুলিশ লাইন্স জেলার সংগঠনটির পার্টি কর্মী ও নৃত্য বৃন্দের মাঝে শীত বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমরেড প্রশান্ত কুমার কর্মকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুলতান বিশ্বাস, বিশেষ অতিথি কমরেড এ হামিদ, অতিথি কমরেড আশরাফুল আলম, জাতীয় নির্বাহী পরিষদের সদস্য। নীলফামারী জেলা কমিটির মধ্যে অধ্যাপক লিটন কর্মকার, কমরেড আব্দুর রউফ, জয়নাল আবেদীন বাবু, মনোয়ার হোসেন মনাই, গাজী তমছের আলী, সাইফুল ইসলাম সাবু, মোঃ হযরত আলী,প্রভাত চন্দ্র রায়। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন