প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

পানি নিষ্কাশন নালা বন্ধ করে দেওয়ায় রাস্তা জলাবদ্ধতা ও নর্দমায় পরিণত! জনচলাচলের দুর্ভোগ

মোঃ কাওছার মিয়া দিপু (বগুড়া)জেলা প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মথুরা পুর উত্তর সোনার পাড়া গ্রামে দেখে মনেই হবে না এদিক দিয়ে কোন সময় রাস্তা ছিল এমন ভাবে পানি জমাট হয়ে দুর্গন্ধ নর্দমায় পরিণত হয়েছে প্রথম দেখায় মানুষ বুঝতেই পারবে না এটি একটি রাস্তা। ঘটনাটি দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মথুরা পুর উত্তর সোনার পাড়া, পানি নিষ্কাশন নালা বন্ধ করে দেওয়ায় রাস্তা জলাবদ্ধতা, সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছে গ্রামের দুই শতাধিক পরিবার। স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো কাজ হয়নি। উত্তর সোনার পাড়া আবদুস সাত্তার , গোলাম মোস্তফা মোক্তাদির গ্রামবাসী জানায়, গ্রামে দুই শতাধিক পরিবারের বাস। তা ছাড়া ওই রাস্তা দিয়ে আশপাশের গ্রামের হাজার হাজার লোক যাতায়াত করে। ওই গ্রামের রুহুল আমিন দেড় মাস আগে তাঁর নানার জমির রাস্তার পাশে গ্রামের পানি নিষ্কাশনের নালাটি হঠাৎ করে মাটি ভরাট করে বন্ধ করে দেন। এতে অল্প বৃষ্টিতেই রাস্তায় জলাবদ্ধতায় চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। রুহুল আমিন কে পানি নিষ্কাশনের জায়গাটি বন্ধ না করতে বললে তিনি বিভিন্ন ধরনের কথা বলেন । গ্রামবাসী ভয়ে কথা বলতে সাহস পায় না। স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো কাজ হচ্ছে না। ফলে গ্রামবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। যেকোনো সময় আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছে তারা। স্থানীয় জনসাধারণ বলেন তাঁর জমির পাশ দিয়ে কোনো পানি গড়ানো যাবে না। তাই তাঁর জমির সামনের নালা বন্ধ করে দিয়েছেন। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলেন, ‘মেম্বার, চেয়ারম্যানের কোন দাম নাই ওই পাড়ার লোক কোন দাম দেয় না আমাদের কথায়!’ এবেপারে ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক বলেন, গ্রামের দুই পক্ষের দলাদলির কারণে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে পরবর্তীতে উভয় দল কে করে একত্রে বসে ওই রাস্তাটির সমাধান করা হবে ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন