প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

কেউ দুর্নীতি করার চেষ্টাও করবেন না। নবনির্বাচিত এমপি আলহাজ্ব জাকারিয়া জাকা

মোঃ ইউসুফ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: শনিবার কাহারোল উপজেলার ৩নং মুকুন্দপুর ইউনিয়নের ভোটারদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে দিনাজপুর -১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো: জাকারিয়া জাকা তার বক্তব্যে তিনি বলেন আমার দ্বাড়া কোন প্রকার দুর্নীতি হবেনা এবং আপনারা কেউ দুর্নীতি করার চেষ্টাও করবেন না। আপনাদের ছেলেমেয়েদের চাকরী হবে বিনা টাকায় মেধার ভিত্তিতে। আমি ঈমান আমল ও সততার সাথে এই সমাজ পরিচালনা করবো। এসময় আরো উপস্থিত ছিলেন, দিরাজপুর জেলা পরিষদ এর সদস্য মো: আরমান সরকার, ৪ নং তাঁরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ স ম মনোয়ারুজ্জামান,কাহারোল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী সহ আরও অনেকেই। উল্লেখ্য আলহাজ্ব জাকারিয়া জাকা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর তার নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নের ভোটারদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করে যাচ্ছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন