প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

কামারপাড়া দক্ষিণপাড়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

আনোয়ার হোসেন স্টাফ রিপোর্টারঃ মির্জাপুর কামারপাড়া দক্ষিণপাড়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।১৯ জানুয়ারী ২০২৪ ইং শুক্রবার বাদ আছর হইতে মসজিদ মাঠ প্রাঙ্গনে জনাব হাজী মোঃ নুরুল ইসলাম মোল্লা বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক এর সভাপতিত্বে ওয়াজ মাহফিল শুরু হয়।ওয়াজ মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাজী মোঃ মাসুদুর রহমান মাসুদ চেয়ারম্যান ভাওড়া ইউনিয়ন পরিষদ ।প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ আব্দুর রাজ্জাক সাহেব , সাবেক জেনারেল ম্যানেজার এশিয়াটিক ট্রেডিং কর্পোরেশন লিমিটেড। এছাড়া সম্মানিত অতিথি বৃন্দ ,বিশেষ অতিথি বৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন ।প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন হাফেজ মাওলানা মোঃ সাদ্দাম হোসেন সিরাজী, মুহতামিম দারুল উলুম নেতুয়া মাদ্রাসা উল্লাপাড়া, সিরাজগঞ্জ। দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ করেন মুফতি আজিজুল হক আরিফী ঢাকা, খতিব, মোল্লা জামে মসজিদ চন্দ্রা কালিয়াকৈর গাজীপুর সহ

হাফেজ মাওলানা মুফতি আব্দুল কাদের মাহমুদী ও আলহাজ্ব মুফতি মাওলানা মাহমুদুল হাসান মির্জাপুরী । মাহফিল পরিচালনা করেন হাফেজ বজলুর রহমান মোল্লা কামারপাড়া মির্জাপুর টাঙ্গাইল ও মাওলানা মাহমুদুল হাসান পেশ ইমাম অত্র জামে মসজিদ । শুভেচ্ছান্তে ছিলেন মোহাম্মদ এমারত হোসেন মাস্টার সাধারণ সম্পাদক, দেলোয়ার হোসেন মোল্লা সহ সাধারণ সম্পাদক, মোঃ বোরহান উদ্দিন মোল্লা কোষাধ্যক্ষ অত্র জামে মসজিদ পরিচালনা কমিটি । মাহফিল সার্বিক সহযোগিতায় ছিলেন গ্রামবাসী । সকল বক্তাগণ মুসলমানদের হেদায়েতের জন্য ইহকাল ও পরকালের জন্য কুরআন-হাদিস অনুযায়ী গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন । মাহফিল পরিচালনা কমিটি মসজিদের কাজের উন্নয়নের জন্য দেশ ও দেশের বাহিরের সকল পেশাজীবী মানুষের কাছে উন্নয়নের জন্য সাহায্যের সহযোগিতা আশা প্রকাশ করেন ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন