প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৭৩) নামের এক বৃদ্ধ মারা গেছেন।

রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৭৩) নামের এক বৃদ্ধ মারা গেছেন।
মাটি মামুন রংপুর।
রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৭৩) নামের এক বৃদ্ধ মারা গেছেন।
গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাধু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহসিন আলী উপজেলার সারাই ইউনিয়নের ধুমেরকুঠি গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে।
রংপুর রেলওয়ে (জিআরপি) থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বলেন, ওই বৃদ্ধ মানসিক রোগে ভুগছিলেন বলে তার স্বজনরা পুলিশকে জানিয়েছে।
তিনি প্রায় সময় বাড়িতে কাউকে না বলে বের হয়ে যেতেন। আবার কিছুদিন পর বাড়ি ফিরে আসতেন।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে সাধু এলাকায় অসাবধানতাবশত রেললাইন পার হওয়ায় সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
স্বজনদের অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে এ ব্যাপারে রংপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন