প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আড়াইহাজারে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী নাতিকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার

হাসান আহমেদ নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি: আড়াইহাজারে ১৪ বছরের এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী নাতিকে ধর্ষণের অভিযোগে চাচাতো দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম লোকমান হোসেন (৫৫)। তিনি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কন্ন্যান্সী ভিটিপাড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। শুক্রবার (১৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ। ধর্ষণের ঘটনাটি দুই দিন আগে ঘটলেও অভিযুক্ত ধর্ষকের প্রাণনাশের হুমকিতে শিশুটি ভয়ে গোপন রাখে। বিষয়টি জানার পর বৃহস্পতিবার রাতে শিশুটির মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা করেন। পুলিশ মামলার সূত্রধরে রাতেই কল্যান্দী ভিটিপাড়া গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত লোকমান হোসেনকে গ্রেপ্তার করে। লোকমান হোসেন প্রায়ই বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েটিকে নানা রকম কু-প্রস্তাব দিয়ে আসতো। গত বুধবার সকালে ওই মেয়েটির মা ও ভাই তাদের কর্মস্থল এ চলে যাওয়ার পর ফাঁকা বাড়ি পেয়ে কৌশলে ডেকে নিয়ে লোকমান হোসেন তার বসত ঘরে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনার কথা কাউকে বলে দিলে প্রাণনাশের হুমকি দিয়ে ছেড়ে দেয়। শিশুটি ভয়ে ২ দিন গোপন রাখে। ওসি আহসান উল্লাহ জানান, গ্রেপ্তারকৃত লোকমান হোসেনকে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন