প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

পলাশবাড়ীতে দুর্বৃত্ত কর্তৃক ছুরিকাঘাতে ইউপি সদস্য খুন

পলাশবাড়ীতে দুর্বৃত্ত কর্তৃক ছুরিকাঘাতে ইউপি সদস্য খুন

মোস্তাকিম রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যুবকের এলোপাতারি ছুরিকাঘাতে বাদশা মিয়া (৫০) নামের এক ইউপি সদস্য খুন হওয়ার খবর পাওয়া গেছে। এসময় স্বপন (৩৩) ও সবুজ (৩৫) নামের দুই সহোদর গুরুত্ব আহত হয়েছেন।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের পূর্ব নয়নপুর গ্রামে ঘটনা ঘটে।
নিহত বাদশা মিয়া নামের ব্যক্তি সে উপজেলার বেতকাপা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাধারণ
ইউপি সদস্য।স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই এলাকায় রাতে ছিচকে চুরি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় স্থানীয় কয়েকজন যুবককে প্রহরী নিয়োগ করা হয়।
ওই প্রহরীরা এলাকায় ঘোষণা করেন যে, বিনা প্রয়োজনে রাত দশটার পর বাড়ির বাইরে কাউকে অবস্থান করতে দেওয়া হবে না।
তিনি আরো জানান,(২৬ সেপ্টেম্বর)দিবাগত আনুমানিক রাত ১২ টার দিকে একই এলাকার মোসলেম আকন্দ ভোলার ছেলে পাপুল আকন্দের পথরোধ করেন প্রহরী খায়রুল। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়।
এখবর পেয়ে বিষয়টি মিমাংসার জন্য এগিয়ে যান অত্র ওয়ার্ডের ইউপি সদস্য বাদশাসহ তার সহোদর। এতে উভয়পক্ষের কাটাকাটির এক পর্যায়ে পাপুল তার হাতে থাকা ছুরি দিয়ে বাদশা মিয়াসহ পাশের লোকজনকে এলোপাতারি ছুরিকাঘাতে আঘাত করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।এতে ইউপি সদস্য বাদশাসহ প্রতিবেশী দুই সহোদর ঘটনাস্থলে গুরুতর আহত হয়। এঘটনায় স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বাদশা মিয়াকে মৃত ঘোষণা করেন।
এখবর পেয়ে পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোকছেদ চৌধুরীর বিদ্যুৎ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, জেলা
সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি- তদন্ত) দীবাকর অধিকারী জানান, অভিযুক্ত পাপুলকে গ্রেফতারে অভিযান চলছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন