প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

নরসিংদী জেলা যুবলীগ সহ সভাপতি আলহাজ্ব মোঃ সামসুল ইসলাম মোল্লা কম্বল বিতরণ

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী: অদ্য ১৯/০১/২০২৪ ইং শুক্রবার বিকেলে নরসিংদীর জেলা আওয়ামীলী যুবলীগ এর সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি মত দানবীর ,অসহায় গরিব, দুঃখীদের আস্থাভাজন ব্যক্তি শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী , নরসিংদীর ৩ শিবপুর থেকে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার ছোট ভাই আলহাজ্ব মোঃ সামসুল ইসলাম মোল্লা, ব্যক্তিগত অর্থে শিবপুর ইটাখোলা চত্বরে হতদরিদ্র দের মাঝে কম্বল বিতরণ করলেন। শীতের তীব্রতায় মানবেতর জীবনযাপন করছে দেশের ছিন্নমূল ও হত দরিদ্র মানুষ , শীতের তীব্রতা বিবেচনা করে নরসিংদীর জেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি , আলহাজ্ব মোঃ সামসুল ইসলাম মোল্লা হতদরিদ্র ও উপস্থিত শীতার্ত অসহায় মানুষের মাঝে ব্যক্তিগত অর্থায়নে কম্বল বিতরণ করেছেন।
এসময় তিনি বলেন আমি ব্যক্তিগত অর্থায়নে প্রতিবছরের ন্যায় এবারও এই শীতবস্ত্র বিতরন করছি।এসময় উপস্থিত সুবিধাবঞ্চিত,প্রতিবন্ধী,হতদরিদ্র অসহায় ,শীতার্ত নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে এলাকার হতদরিদ্র গরিব মানুষ দুই হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করে বলেন আমাদের শিবপুর উপজেলার কৃতি সন্তান আলহাজ্ব শামসুল ইসলাম মোল্লার মনের আশা পূরণ ও আল্লাহ যেন নেক হায়াত দান করেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,নরসিংদী জেলা আওয়ামী যুবলীগ সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল, উপজেলা তাঁতীলীগের সাবেক সাধারন সম্পাদক,ও সাবেক কমিশনার, মোশারফ হোসেন, অ্যাডভোকেট খোকা মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন