প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

সিদ্ধিরগঞ্জে ১২ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারি গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ

 হাসান আহমেদ নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা নাসিক ৩ নং ওয়ার্ড রসুলবাগ এলাকা থেকে ২ মাদক কারবারিকে ১২ কেজি গাঁজার সহ গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি ) রাত ৯ টায় সিদ্ধিরগঞ্জ থানার রসুলবাগ এলাকা হইতে এসআই কামরুল ইসলামের অভিযান পরিচালনা করে এএসআই ইলিয়াস সঙ্গীও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করেন।সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের এস আই কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।   আটক মাদককারবারিরা হলেন- পিরোজপুর জেলার মটরবাড়িয়া থানার হলতা টিকার খালি এলাকার মধু মাতাব্বরের ছেলে মো: রাজু (৩৫) ও পটুয়াখালী জেলার গলাচিপা থানার জৈয়ন কাঠি এলাকার শাজাহান মৃধার ছেলে মো: মামুন (৩৩)। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই কামরুল ইসলাম জানান, দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছি, মামলা হয়েছে বলে জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন