প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জামতলীতে রাস্তাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে অসহায় পরিবারের দুইটি গরুকে গ্যাস ট্যাবলেট খাওয়ায় হত্যা

দিনাজপুর সদর উপজেলা ৯ নং আস্করপুর কুসুম্বি জামতলীতে রাস্তাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে মৃত মহসিন এর পুত্র রশিদুল এর নির্দেশে অসহায় পরিবারের দুইটি গরুকে গ্যাস ট্যাবলেট খাওয়ায় হত্যা করে মোঃ জাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধি:-দিনাজপুরের ৯নং আস্করপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ,মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এলাকার গণ্যমান্য ব্যক্তির সম্মুখে শিকার করে যে রশিদুল ইসলাম বলেছে তোমারদের দুই জন কে দুই টা মোবাইল দিবে এই চুক্তিতে গ্যাস ট্যাবলেট দিয়ে দুটি গরুকে খাওয়ায় দেই দেওয়ার পরে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। তার পরে শিকার করে একজন বলে আমাকে বাটন মোবাইল দিবে ও নওশাদ টাচ স্ক্রিন মোবাইল দিবে জবানবন্দি দেয় , তার পরে মোশারফ চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান মেম্বার এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বলেন তোমরা থানায় যাও গরুর মালিক আনারুল ২ টি গরু হত্যার মামলা করতে গেলে থানায় যেয়ে রাত ৮ টায় থানাতেই দুজনকে আটক করে। জানা যায় আব্দুর রাজ্জাকের পুত্র মোঃ হাসেন আলী বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন, মামলা নং ৪০ / ১৮/২০২৩ অসহায় নিরীহ গরুর মালিক ইউনিয়ন পরিষদের পেডের পাতায় চেয়ারম্যান সত্যের পক্ষে একটি প্রত্যয়ন দেয় প্রশাসন সঠিকভাবে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য ও ভুক্তভোগিরা সঠিক বিচার নিশ্চিতের লক্ষ্যে কামনা করেন ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন