প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বিরহী হিয়া তুমি

এ এস এম সাদেকুল ইসলাম

এ মন কাঁদে যে
তোমার’ ই লাগিয়া,
ক্ষনে ক্ষনে উঠে মোর
হৃদয় জাগিয়া।

কাঁদে যে এই মন
তোমার’ ই জন্য,
তোমার’ ই পরশে
হতাম ধন্য।
তোমার’ ই অপমান
হই যে নতজান
ভীত যে এই মন
উঠে সে কাঁদিয়া।

আমার এ মনের কাঁবায়
তোমায় সদা পেতে চায়
তুমি আছো যে কোথায়
শায়িত সজ্জায়
সোনার।মদিনায়
হে নবী,মরি যে আমি
তব হে তোমায় জগত খুঁজিয়া।।

করো হে দেখা আমার সনে,
হয় যদিও-নিদ স্বপনে
আমি যে কাঙ্গাল তোমারি ধ্যানে
লও গো তোমার-
তরীতে উঠাইয়া।।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন