ফরিদপুর ভাঙ্গা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ইতালি প্রবাসীর বাড়িতে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে গতরাত (বৃহস্পতিবার) তিনটার দিকে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের ভদ্রকান্দা গ্রামে। নিহত ডাকাত ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের খাটরা গ্রামের শেখ হাফেজ এর ছেলে ইসরাফিল শেখ (৪০)। নিহত ইসরাফিল একজন পেশাদার ডাকাত। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভদ্র কান্দা গ্রামের ইতালি প্রবাসী জাকির মোল্লা তিনি বেড়াতে গিয়েছিলেন অন্যত্র। সেই সুযোগে একতলা বিল্ডিং এর দরজার তালা ভেঙ্গে তিন জন ঘরে প্রবেশ করে। পাশের রুম থেকে মসজিদের ইমাম টের পেয়ে মোবাইল ফোনে গ্রামবাসীকে জানান। গ্রামবাসী এগিয়ে আসলে ডাকাত পালিয়ে যেতে চেষ্টা করে। এ সময় ডাকাত ঢুকেছে বলে মসজিদের মাইকে ঘোষণা দেন। তখন গ্রামবাসী চতুর্দিক থেকে ঘিরে ফেলে। এ সময় মেহগনী গাছের বাগান থেকে জনতার হাতে এক জন আটক হয়। জনতার গণপিটুনিতে গুরুতর আহত হয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করার সময় এক জন নিহত হন। অন্য দুই জন পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, ওই ইটালি প্রবাসী তিনি ঘরে ছিলেন না, ঘরের লক ভেঙ্গে প্রবেশ করে তিন চোর চারটি নাকফুল ও একটি কম্বল নিয়েছে। এক বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত ডাকাতের বিরুদ্ধে গরু চুরি সহ একাধিক মামলা রয়েছে। পেশাদার চোর।