প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

নীলফামারীতে ১১ দিন পরে দেখা মিললো সূর্যের

তপন দাস নীলফামারী প্রতিনিধি: দীর্ঘ ১১ দিন পর হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরের জনপদ নীলফামারীতে দেখা মিললো সূর্যের। দীর্ঘ ১১ টি দিন ধরে ঘন কুয়াশায় ঢেকে থাকার অবশেষে আজ বৃহস্পতিবার সকালে দেখা গেলে স্বস্তি ফিরে আসে উত্তর জনপদের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের মাঝে । স্বস্তি ফিরে আসে বৃদ্ধা নারী পুরুষ এবং অবুঝ শিশু দের মাঝে ও। সকালে সূর্যের আলো ফোটা মাত্র অত্র এলাকার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা রোদের একটু উষ্ণতা পাওয়ার জন্য ছুটে যায় রোদ পরন্ত ফাঁকা স্হানে । সদর উপজেলার নটখানা এলাকার ৬০বছরের বৃদ্ধা মোহাম্মদ ঝাটটাউ আলী ( ঝাটটাউ মুন্সি) জানায় ১১দিন হোলো হামরা কোন সূর্যের দেখা পাইনাই বাহে এই কয়টা দিন হামার যে কিভাবে গেইল তা কবার পামোনা তখন হামাক কাও একটা কম্বল ও দিল না আইজ সূর্য টার দেখা পাইনো অনেক ভালো লাগেছে তাই সূর্যের রোউদোদ একনা রোদ পোয়াওচো। এছাড়াও স্হানীয় লোকজন জানায় এতো দিন ধরে আমরা কোন সূর্য দেখতে পারি নি অনেক কষ্ট করে দিন কাটিয়েছি কাজে যেতে পারিনি, কারণ সকালে ঝিরঝির করে বৃষ্টির মতো কুয়াশা পড়ে ঘর থেকে বেরুতে সাহস পাই না আর বিশেষ করে শীত জনিত বিভিন্ন রোগের কারনে আর আমরা আরো বেশি চিন্তিত ছিলাম ছোট বাচ্চা আর বৃদ্ধ মা বাবা দেরকে নিয়ে । তবে আজকে কিছু টা সূর্য দেখা মেলায় খুব ভালো লাগছে । এবিষয়ে নীলফামারীর ডিমলা আবহাওয়া অফিস এর পরিচালক আব্দুর সবুর এর সাথে কথা হলে তিনি বলেন আজ বৃহস্পতিবার ডিমলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.২ ডিগ্রি সেলসিয়াস আর আজকে নীলফামারীতে কিছু জায়গায় সূর্যের দেখা মিলেছে যা এখন থেকে আকাশ কিছু টা উন্নতির দিকে যাবে তবে এর মধ্যে ও কিছু ঘন কুয়াশার দেখা দিতে পারে বলে তিনি জানান

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন