প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

গোপালপুর ডিগ্রি কলেজ এর পক্ষ থেকে নাটোর-১আসনের এমপিকে সংবর্ধনা

মেহেরুল ইসলাম মোহন নাটোর: নাটোর ১(লালপুর-বাগাতিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা দিলেন লালপুর উপজেলাস্থ গোপালপুর ডিগ্রি পাস ও অনার্স কলেজ কতৃপক্ষ। বৃহস্পতিবার(১৮ই জানুয়ারি-২৪)সকালে গোপালপুর ডিগ্রি পাস ও অনার্স কলেজের অধ্যক্ষ বাবুল আক্তারের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী,গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোত্তর্জা লিলি,মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন