প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ ২২ আশ্বিন, ১৪৩২ ১৪ রবিউস সানি, ১৪৪৭

ময়মনসিংহ রেঞ্জ আন্তঃ জেলা চ্যাম্পিয়নশীপ ক্রিকেট টুর্নামেন্ট-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ রেঞ্জ আন্তঃ জেলা চ্যাম্পিয়নশীপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় স্বাগতিক শেরপুর জেলা পুলিশ ক্রিকেট দলকে ২২ রানে হারিয়ে ময়মনসিংহ জেলা পুলিশ ক্রি‌কেট দল চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১১ ঘটিকা থেকে টি-টুয়েন্টি ফরমেটে শেরপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে ময়মনসিংহ রেঞ্জ আন্তঃ জেলা চ্যাম্পিয়নশীপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করেন শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল মাহমুদ মহোদয়। ময়মনসিংহ রেঞ্জ আন্তঃ জেলা চ্যাম্পিয়নশীপ ক্রিকেট টুর্নামেন্টে টি-টুয়েন্টি ফরমেটে নির্ধারিত ১৫ ওভারের খেলায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান কনস্টেবল/রনি ও শহিদের দুর্দান্ত ৩৪ ও ৪১ রানের ইনিংসের উপর ভর করে ময়মনসিংহ জেলা পুলিশ ক্রিকেট দল নির্ধারিত ১৫ ওভারের খেলায় ৬ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে শেরপুর জেলা পুলিশ ক্রিকেট দল নিয়মিত উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে নির্ধারিত ১৫ ওভারের খেলায় ৮ উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করলে ময়মনসিংহ জেলা পুলিশ ক্রিকেট দল ২২ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে। অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়ের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব এম এম মোহাইমেনুর রশিদ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ক্রিকেট টুর্নামেন্টে ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন স্বাগতিক শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুর জেলার ৪টি পুলিশ ক্রিকেট দল রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে টি-টুয়েন্টি ফরমেটে এ ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ ক্রিকেট দল এবং রানার্সআপ হয়েছে শেরপুর জেলা পুলিশ ক্রিকেট দল।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন