প্রিন্ট এর তারিখঃ বুধবার ৮ অক্টোবর, ২০২৫ ২৩ আশ্বিন, ১৪৩২ ১৫ রবিউস সানি, ১৪৪৭

মাহমুদ ইসলাম নয়ন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ আসন্ন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সকলের দোয়া প্রত্যাশী মোঃ মাহমুদ ইসলাম নয়ন। মোঃ মাহমুদ ইসলাম নয়ন সাতক্ষীরা পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম মোজাহার আলী’র দৌহিত্র (ছেলের ছেলে)। তার পিতার নাম নাম মোঃ মিজানুল ইসলাম। মোঃ মাহমুদ ইসলাম নয়ন বঙ্গবন্ধুর আদর্শে (২০১০-২০১৬) সাল পর্যন্ত সাতক্ষীরা পৌর ছাত্রলীগ এর দুইবারের সফল সাবেক সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেন। এছাড়া (২০১৭ – ২০১৯) সালে দুইবার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এর প্রার্থী ছিলেন। তিনি (২০২০-২০২২) সালে সাতক্ষীরা জেলা যুবলীগ এর একনিষ্ঠ কর্মী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর উপজেলা মৎস্যজীবী লীগ এর ১ নং যুগ্ন আহবায়কের দায়িত্ব পালন করছেন। মোঃ মাহমুদ ইসলাম নয়ন আওয়ামী সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে ও স্মার্ট উপজেলা গড়ার প্রত্যয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরা সদরে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া এবং সমর্থন কামনা করেছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন