প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

খুলনা আর্ট একাডেমির ১২তম ব্যাচের প্রাক্তন ছাত্রী স্বর্ণা মিস্ত্রীর ছোট দাদার অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

পিরোজপুর জেলা,কাউখালি,নাঙ্গুলী গ্রামের
শ্রী শংকর মিস্ত্রীর ২ছেলে ১মেয়ে ছোট ছেলে সৌরভ মিস্ত্রী ( নিতু) গতো ১৬ই সেপ্টেম্বর সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছিলনা। সে কাঠমিস্ত্রির কাজ করতো।বয়স আনুমানিক ২৬ বছর।অনেক খোজাখুজি করে না পেয়ে তারপরের দিন থানায় ডাইরি করেছিল। আজ ২৫শে সেপ্টেম্বর সকাল ৮টার দিকে বাড়ির থেকে আধা কিলো মিটার দূরে একটি জমিতে প্রতিবেশি একজন বরশি ফেলতে গিয়ে গন্ধ পায়। তারপর আরো দুজনকে নিয়ে গিয়ে দেখে লাশ পচা দুর্গন্ধ বের হচ্ছে। তার পরনে লুঙ্গি ও হাতে তামার খাড়ু পরা ছিলো যা দেখে তাকে শনাক্ত করে।পুলিশ লাশ নিয়ে পোস্ট মর্টাম করে ফেরত দিলে রাতে লাশ ৯:৪৫মিনিটে এর দিকে মাটি দেয় । খুলনা আর্ট একাডেমির প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে চারুকলায় অনার্স পড়ছে তাই সকল চারু শিল্পীদের পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি। এবং নিহত ব্যক্তির কিভাবে মৃত্যু হলো তা তদন্ত করে শোকাহত পরিবারের পাশে থেকে সঠিক বিচার করার দাবি জানাই।
এভাবে আর কত মায়ের কোল খালি হবে। কে করবে তার সমাধান। আমরা চাই না কোন মায়ের চোঁখের জল
এমন ভাবে ঝরাতে।

রেখে যাওয়া পরিবারের সদস্যদের সুস্থতা কামনায়,
চিত্রশিল্পী মিলন বিশ্বাস
প্রতিষ্ঠাতা পরিচালক
খুলনা আর্ট একাডেমি

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন