প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

চিরনিদ্রায় শায়িত হলেন জেলা আওয়ামীলীগ নেত্রী শিখা

গাইবান্ধা জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর সিদ্দিকের সহধর্মিনী ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা বানু শিখা (৬৭) ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে গতকাল রোববার সন্ধ্যা ৭টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তিনি জাতীয় মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়ে, আত্নীয় -স্বজন
পাড়া- প্রতিবেশী ও অসংখ্য গ্রহকর্মী
রেখে গেছেন।

আজ সোমবার বাদ জোহর গাইবান্ধা ইসলামীয়া উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার নামাযে জানাযা শেষে পৌর গোরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

তাহার রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলার সকল উপজেলা – পৌর ও ইউনিয়নের সকলস্তরের নেতাকর্মী বাংলাদেশ আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ ধর্মপ্রান মুসল্লীবৃন্দ এতে অংশ গ্রহন করে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন