প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ফুলবাড়ি ইউনিয়নে বৈদ্যুতিক সংযোগ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাসেল মিয়া (২৫) নামের এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বড় সোহাগী নয়াবাড়ি গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত রাসেল মিয়া নামের যুবক সে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বড় সোহাগী নয়াবাড়ি গ্রামের আব্দুল মাজেদ মিয়ার ছেলে।

স্বজনরা জানায়, রাসেল মিয়া নামের যুবক সে পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান। সে প্রতিদিনের ন্যায় আজ অন্যের বাড়িতে বৈদ্যুতিক সংযোগ মেরামত কাজ করতে গিয়েছিলেন। এরি ধারাবাহিকতার একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।

এ তথ্যটি নিশ্চিত করেছেন, ফুলবাড়ি ইউপির মহিলা সদস্য
সংরক্ষিত (১,২,৩) আসনের মুমতাহিনা বেগম শরীফা বলেন, ওই স্থানে বিদ্যুস্পৃষ্টে
রাসেল মিয়া নামের এক যুবক নিহত হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন