আজ সোমবার দুপুরে পৌর শহরের সরদারপাড়া সংসদ সদস্য আলহাজ মকবুল হোসেনের বাসভবন সামনে পাবনার ভাঙ্গুড়া উপজেলার এমন ১৫ জন নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে সেলাই
মেশিন প্রদান করা হয়েছে।পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন ও দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক কালের কন্ঠের প্রধান সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ইমদাদুল হক মিলন, ভাঙ্গুড়া পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শুভসংঘের উপদেষ্টা গোলাম হাসনাইন রাসেল সেলাই মেশিন এসব নারীদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান , নিউজ২৪ এর পাবনা প্রতিনিধি আহমেদ উল হক রানা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি অধ্যক্ষ সাইদুল ইসলাম, রমজান আলী খান, জেলা পরিষদ সদস্য আসলাম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান আরিফ, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ গোলাম মুর্তজা সুজন, যুগ্ম আহ্বায়ক মোঃ শামীম হোসেন আরিফ,ছাত্রলীগের সভাপতি আতিকুল হাসান বিপ্লব, কালের কণ্ঠ’র পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহা, বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সূচিত্রা পূজা, সাংগঠনিক সম্পাদক মেহবীন মুশফিকা, সাংস্কৃতিক সম্পাদক লতা সরকার, সহ-সভাপতি জান্নাত মারজান ঐশি, দপ্তর সম্পাদক শরীফ মাহ্দি আশরাফ জীবন, যুগ্ম-সাধারণ সম্পাদক, ইয়াছির আরাফাত রাফি, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য আলী আকবর রাজু, শুভসংঘ পাবনা জেলা শাখার সভাপতি কামরুন নাহার লুনা, সাধারণ সম্পাদক শফিকুর রহমান শান্ত, পাবনা জেলা শুভসংঘের উপদেষ্টা মাহবুব আলম ফারুক, ভাঙ্গুড়া শাখার সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাকিব খান, সহ-সভাপতি বাচ্চু হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান, সাংগঠনিক সম্পাদক কলি রানী, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক তুলি সরকার নুপুর, নারী বিষয়ক সম্পাদক তপতী রায়, সহ-সংস্কৃতিক সম্পাদক রুমা খাতুন, দপ্তরের সম্পাদক আজমল হোসেন, সহ দপ্তর সম্পাদক রাকিবুল হাসান, সমাজকল্যাণ সম্পাদক সামিউল ইসলাম তাজ, কার্যকরী সদস্য তরিকুল ইসলাম, লিখন আহমেদ, জাহিদ হাসান ও মামুন প্রমুখ।
পৌর শহরের হাসপাতাল পাড়ার স্বল্প বয়সী বিধবা রুমা খাতুন, পাড় ভাঙ্গুড়া ইউনিয়নের স্বামী পরিত্যাক্ত শাহানা খাতুন, মুন্ডুতোষ ইউনিয়নের দিয়ের পাড়া গ্রামের হতদরিদ্র আসমা খাতুন, পাথরঘাটা গ্রামের অর্চনা সূত্রধর, পূর্ব রামনগর গ্রামের হোসনেয়ারা খাতুন, কাকলি পারভীন, রাংগালিয়া গ্রামের জোসনা খাতুন, চৌবাড়িয়া মহল্লার ফরিদা খাতুন, করতকান্দি গ্রামের নাসিমা খাতুন, ভবানীপুর গ্রামের শিরিন শিলা, চৌবাড়িয়া মহল্লার মর্জিনা খাতুন, ও পাথরঘাটা গ্রামের মনিরা খাতুন সেলাই মেশিন পায়।
কালের কন্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, আমরা নারীদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করছি। যাতে তাদের সংসারে ভালোভাবে চলে। এছাড়া অসুস্থ মানুষকে চিকিৎসার ব্যবস্থা করি, অসচ্ছল মানুষকে দোকান করে দেই। ভ্যান গাড়ি কিনে দেই। শিক্ষার্থীদের পড়ানোর ব্যবস্থা করি। এছাড়া দেশের প্রতিটি জেলায় একটি ভবন তৈরি করার উদ্যোগ নেয়া হয়েছে। যেখানে কম্পিউটার ল্যাব, সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, প্রাথমিক শিক্ষা কেন্দ্র ও পাঠাগার থাকবে। এভাবে বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাবে।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন বলেন, নারীদেরকে স্বাবলম্বী করলে দেশে এগিয়ে যাবে। সরকারের পাশাপাশি বসুন্ধরা গ্রুপে নারীদেরকে স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছে। আশা করি আগামীতেও দেশ ও মানুষের কল্যাণে তাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে। এ সময় সংসদ সদস্য মকবুল হোসেন প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করার জন্য একটি প্রতিষ্ঠান নির্মাণের আহ্বান জানান। এ সময় প্রতিষ্ঠান নির্মাণ করার জন্য জায়গা দেয়ার ঘোষণা দেন সংসদ সদস্য।
পরে দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক কালের কন্ঠের প্রধান সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ইমদাদুল হক মিলন ভাঙ্গুড়া সচেতন সাহিত্য সাংস্কৃতিক পরিষদ পরিদর্শন করেন। পরিদর্শন হলে সচেতন সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি মোঃ আবু সাঈদ বাদশা ও সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম বাবুল ফুল দিয়ে বরণ করে সংবর্ধনা প্রদান করেন।