প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

ইসলামী আন্দোলন বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা শাখার তৃনমূল প্রতিনিধি সন্মেলন ২০২৩ ইং

মুক্তির মুল মন্ত্র ইসলামী শাসন তন্ত্র,
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত তৃনমুল সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোজ সোমবার বিকাল চার ঘটিকার সময় কালীগঞ্জ আজাদ কমিউনিটি সেন্টারে তৃনমূল প্রতিনিধি সন্মেলনে কালীগঞ্জ উপজেলা ইসলামী শাসন তন্ত্র আন্দোলন এর সভাপতি মুফতি ইজাহারুল ইসলাম এর সভাপতিত্বে কালীগঞ্জ জাতীয় উলামা মাশাখ আইমা পরিষদ এর সভাপতি মাওলানা আবু হানিফ এর সঞ্চালনায় প্রতিনিধি সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।

প্রতিনিধি সন্মেলন এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ। মহাসচিব ইসলামী শাসন তন্ত্র আন্দোলন বাংলাদেশ।
বঅনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন: মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম সাধারণ মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন :
অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, (ঢাকা বিভাগ) ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন : মো: মাহবুব আলম, সভাপতি গাজীপুর জেলা শাখা,ইসলামী শাসন তন্ত্র আন্দোলন বাংলাদেশ, গাজীপুর জেলা।
মাওলানা আবু বকর সিদ্দিক ( মফিজুল), সাধারণ সম্পাদক গাজীপুর জেলা শাখা, ইসলামী শাসন তন্ত্র আন্দোলন।
ডি,এম,গোলাম সারোয়ার, সভাপতি ইসলামী শাসন তন্ত্র ছাত্র আন্দোলন, গাজীপুর জেলা শাখা।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : মাওলানা ইসমাইল হোসেন মির্জা,সদস্য বাংলাদেশ মুজাহিদ কমিটি, কালীগঞ্জ উপজেলা শাখা।
মাওলানা জিয়া উদ্দিন,সভাপতি, জাতীয় শিক্ষক ফোরাম, কালীগঞ্জে শাখা,মুফতি উবায়াদুলাহ আরেফী, সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, কালীগঞ্জ শাখা।

মুহাম্মদ সারোয়ার হোসেন, কাজল, সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কালীগঞ্জে উপজেলা শাখা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের পীর সাহেব চরমোনাই বলেছেন নেতা নয় নীতির পরিবর্তন চাই।
আগামী জাতীয় নির্বাচনে আগামী নির্বাচনে ইসলামী শাসন তন্ত্র আন্দোলন বাংলাদেশ ৩০০ আসনে প্রার্থী দিবে,আমাদের প্রতীক হাত পাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী হুকুমত কায়েম করার লক্ষ্য সকল কে হাত পাখা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।
দ্রব্যমুল্যের বর্তমান যে অবস্থা সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে, বর্তমানে মানুষ কষ্টে আছে, তাদের পাশে দাড়ানোর বৃত্তবান দের প্রতি আহবান জানান।
সভাপতির বক্তব্য সভাপতি বলেন আপনারা প্রতিনিধি সন্মেলন উপস্থিত হয়ে এই অনুষ্ঠান কে সুন্দর ও স্বার্থক করে তোলার জন্য সকলকে ধন্যবাদ জানাই, আর কোন আলোচনা না থাকায় প্রতিনিধি সন্মেলন সমাপ্তি ঘোষণা করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন