প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

আজমিরীগঞ্জে নদী ভাঙ্গার আতংকে কয়েকশত পরিবার পরিদর্শনে উপজেলা প্রশাসন

হবিগঞ্জের আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙ্গন দেখা দেওয়ায় ঝুঁকির মুখে পড়ছে কয়েকশত পরিবার। এরই মধ্যে ভাঙ্গন পৌঁছে গেছে অনেকের ঘরের আঙ্গিনায়।প্রতিদিন ভাঙ্গনের ফলে অনেকের দরজার সামনে এসে দাঁড়িয়েছে নদীটি।এরইমধ্যে বাড়ি ঘর হারিয়ে অনেকে আশ্রয় নিয়েছে আত্মীয়দের বাড়িতে। উক্ত নদী ভাঙ্গনে আজমিরীগঞ্জ উপজেলার ৪নং কাকাইলছেও ইউনিয়নের ২নং ওয়ার্ডের সৌলরী,মনিপুর, বদরপুর গ্রামের কয়েকশত পরিবারের বাড়ি ঘর বিলীন হয়ে যাচ্ছে। ২৫শে সেপ্টেম্বর বিকালে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুব্রত দাস হবিগঞ্জ পানি উন্নয়ন কর্মকর্তা মোঃ একরামুল হক সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শকগন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত কাজ করার জন্য ব্যবস্থা নিবেন বলে নদী ভাঙ্গন কবলিত অসহায় মানুষদের আসস্ত করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন