প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

জোরপূর্বক তুলে নিয়ে দীর্ঘক্ষণ জঙ্গলের পাশে শ্লীলতাহানির পাশাপাশি ধর্ষণের চেষ্টা

সুনামগঞ্জের ছাতকে ১৫ বছর বয়সী বাকপ্রতিবন্ধি এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কালারুকা ইউনিয়নের খাইরগাঁও গ্রামে। গত সোমবার ওই কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত লম্পট আশিক আলীকে এখনও গ্রেপ্তার করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সকালে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মোহনপুর গ্রামের বাকপ্রতিবন্ধি এক কিশোরী এলাকার রাস্তার পাশে কচুর লতা তুলছিলো। এসময় খাইরগাঁও গ্রামের মৃত মাফিজ আলীর ছেলে আশিক আলী (৪৫) ওই কিশোকে জোরপূর্বক তুলে নিয়ে দীর্ঘক্ষণ জঙ্গলের পাশে শ্লীলতাহানির পাশাপাশি ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে ওই কিশোরী চিৎকার-চেচামেচি করে নিজ বাড়ীতে এসে পরিবারের লোকজনকে ইশারা-ইঙ্গিতে ঘটনা জানায়। থানায় এসে এই বিষয়টি জানানোর পর রোববার রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনায় জড়িত লম্পটকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। এসময় পুলিশের উপস্থিতিতে টের পেয়ে আশিক দ্রুত নিজ এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে যায়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, বাকপ্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় মামলা রজু হয়েছে। আসামী আশিক আলীকে গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন