প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মোল্লাহাটে মুক্তিযুদ্ধার বাড়িতে তালা ভেঙে চুরি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার শাসন গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মহিত ফকিরের বাড়ীর বিল্ডিংয়ের কেচি গেটের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। তার ঘরের থেকে নগদ প্রায় ৯ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণের গহনা, জমির দলিল, ব্যাংকের চেক বই, মুক্তিযুদ্ধের সনদ সহ জামাকাপড় চুরি হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার গভীর রাতে শাসন গ্রামের উত্তর পাড়া মুক্তিযুদ্ধার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
মহিত ফকিরের স্ত্রী বলেন,
বৃহস্পতিবার সকালে মেয়ে-জামাইয়ের বাড়ি গোপালগঞ্জ বেড়াতে যায়। এই সুযোগে চোরের দল রাতের কোনো এক সময় ঘর ও গেইটের তালা ভেঙে প্রবেশ করে। গেটের তালা ভাঙা দেখতে পেয়ে ভেতরে ঢুকে দেখে, ঘরের সমস্ত আসবাবপত্র এলোমেলোভাবে ছড়িয়ে ছিটে পড়ে আছে। চুরি হয়ে গেছে ঘরে থাকা নগদ ৯ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণের গহনা।
তিনি আরও জানান,
শনিবার বাড়িতে এসে কেচি গেটের তালা ভাঙা দেখতে পায়। এবিষয়ে মুক্তিযুদ্ধা মহিত ফকির মোল্লাহাট থানায় একটা লিখিত অভিযোগ করেছে।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সমেন দাশ বলেন,
চুরি হওয়ার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন