প্রিন্ট এর তারিখঃ বুধবার ৯ই জুলাই, ২০২৫ ২৫শে আষাঢ়, ১৪৩২ ১৩ই মহর্‌রম, ১৪৪৭

খুলনার দাকোপের কালাবগী গ্রামে মোটর বাইক চালকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

খুলনার দাকোপের কালাবগী গ্রামের মহাসিন মল্লিকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা যায় দাকোপ উপজেলার ৫নং সুতারখালি ইউনিয়ানের ৯নং ওয়ার্ডের কালাবগী গ্রামের বাসিন্দা মোঃ করিম মল্লিকের পুত্র মহাসিন মল্লিক(৪০)গত সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া বেঙ্গল গেট নামক স্থানে বাসের ধাক্কায় গুরুত্বর আহত হয়এবং পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মহাসিনের সাথে থাকা অপর এক শ্রমিকেরও মৃত্যু হয়েছে বলে জানা যায়। উপস্থিত জনতার সহযোগিতায় ঘাতক বাসটি স্থানীয় পুলিশ ক্যাম্প জব্দ করতে সক্ষম হয়। জানা যায়, এলাকার রাস্তা- ঘাট কাদা থাকায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করা কষ্টকর হওয়ায় মহাসিন মল্লিক জীবিকার তাগিদে যশোর নোয়াপাড়ায় মালবাহী ট্র্যাকে শ্রমিকের কাজ করতে গিয়ে ছিল। তার সহপাঠীরা জানান,স্থানীয় একটি হোটেলে কর্মবিরতি শেষে রাতের খবার খেতে গিয়েছিল মহাসিনও অপর একজন। খাবার খেয়ে ফিরা হলো না আর তাদের। মহাসিন মল্লিক দাকোপ উপজেলার কালাবগী মোটর চালক সমবায় সমিতির একজন সদস্য ছিলো। তার এ অকাল মৃত্যুতে কালাবগী মোটর চালক সমবায় সমিতির পক্ষ থেকে গভীর শোক এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার আত্মীয়স্বজনেরা খুলনা মর্গে থেকে লাশ গ্রহন করেছেন। এবং ট্রলার যোগে নিজের বাড়ি কালাবগীর উদ্দেশ্য রূপসা থেকে রওনা হয়েছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন