প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আজমিরীগঞ্জে পাঁচ সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার।

আজমিরীগঞ্জ প্রতিনিধি:-

আজমিরীগঞ্জে পুকুর পাড়ে একটি গাছে ওরনা পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করে। খোঁজ নিয়ে জানা যায় ২৪ সেপ্টেম্বর রোজ রবিবার দাম্পত্য কলহের জেরে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের হুকুড়া দক্ষিণ হাটী আব্দুল মজিদ ওরফে রেসকু মিয়ার স্ত্রী রাশিদা বেগম (৪২) নামে পাঁচ সন্তানের জননী গাছের সাথে ফাসঁ লাগিয়ে আত্মহত্যা করেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, রাশিদা আক্তারের সাথে তার স্বামী আব্দুল মজিদ রেসকু মিয়ার পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিলো। এরই প্রেক্ষিতে শনিবার রাতে আব্দুল মজিদ ও রাশিদা আক্তারের মধ্য বাক-বিতন্ডা বাঁধে। রাতে সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে ভোর রাতের কোন একসময়ে বাড়ির পিছনে পুকুর পাড়ে একটি গাছে ওরনা পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রাশিদা আক্তার।
শিবপাশা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.আলমগীর কবির ঘঠনা সত্যতা স্বীকার করে বলেন, আমরা সকাল প্রায় ৭ঘটিকায় খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে। এস আই এটি এম ফজলুল হক লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখনো কোন অভিযোগ আমরা পাইনি অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন