প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আজমিরীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যাবসা প্রতিষ্ঠানকে পনের হাজার টাকা জরিমানা

রামকৃষ্ণ তালুকদার (আজমিরীগঞ্জ) হবিগঞ্জ প্রতিনিধি:-

আজমিরীগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে দুই ব্যাবসা প্রতিষ্ঠানে আর্থিক জরিমানা করা হয়। খোঁজ নিয়ে জানা যায় ২৪শে সেপ্টেম্বর রোজ রবিবার , হবিগঞ্জ জেলা সহকারী পরিচালক দেবানন্দ সিনহা মহোদয়ের নেতৃত্বে আজমিরীগঞ্জ বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২ টি প্রতিষ্ঠানকে মোট ১৫০০০ টাকা জরিমানা আরোপ করা হয়,। আজমিরীগঞ্জ বাজারের বিকাশ মোদকের দোকানে পাঁচ হাজার টাকা ও বিস্কুট বেকারি ছাদিকুর রহমানের দোকানে বেজাল রং পাওয়া যায়, দশ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসাবে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো: আমজাদ হোসেন, আজমিরীগঞ্জ থানার এসআই পুনয়েল হাচ্ছার নেতৃত্বাধীন পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন