প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শাল্লায় উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

রিম্পি বৈদ্য
শাল্লা প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লায় উপজেলা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার
(২৪ সেপ্টেম্বর) বেলা ১ টায় উপজেলা প্রেসক্লাবের
অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি পিসি দাস পীযুষের সভাপতিত্বে, দৈনিক আমাদের বাংলা পত্রিকার শাল্লা উপজেলা প্রতিনিধি তন্ময় দেব এর সঞ্চালনায় দৈনিক ভোরের ডাক প্রতিনিধি ক্লাবের সিনিয়র সহ সভাপতি জেসি বিশ্বাস যতীন এর রোগ মুক্তি কামনায় প্রার্থনা করা হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন, দৈনিক বাংলাদেশ সংবাদ এর প্রতিনিধি কালিপদ রায়, দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, দৈনিক দেশের সময় প্রতিনিধি, রিম্পী রানী শুক্লাবৈদ্য, আর এমসি নিউজ এর প্রতিনিধি আর সি দাস আশিষ, দৈনিক আই বার্তা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, দৈনিক অভিযান নিউজ প্রতিনিধি শংকর ঋষি, দৈনিক প্রচেষ্টার প্রতিনিধি মানবেন্দ্র দাস বাচ্চু। বিশেষ কারণ বসত মোঃ শিব্বীর আহমেদ সভায় উপস্থিত হতে পারেন নি।
সভায় সর্ব সম্মতিক্রমে ক্লাবের সাধারণ সম্পাদক পদ শূন্য থাকায় দৈনিক সিলেটের ডাক এর শাল্লা উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব কে সাধারণ সম্পাদক পদে বহাল করা হয় ।
সভাপতির বক্তব্যে পি সি দাশ বলেন,মূলধারার সাংবাদিক হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ করেন এবং দেশ ও সমাজের সার্বিক উন্নতির চিন্তা মাথায় রেখে কাজ করতে সবাই দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
পরিশেষে দেশের সকল সাংবাদিকদের মঙ্গল কামনা করে সভা সমাপ্তি করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন