প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ০১টি চোরাইকৃত টমটম সহ ০২ জন আসামী গ্রেফতার।

রামকৃষ্ণ তালুকদার হবিগঞ্জঃ

রাত্র অনুমান ১০:০০ ঘটিকার সময় হবিগঞ্জ সদর মডেল থানাধীন আধুনিক জেলা সদর হাসপাতালের সামনে রাস্তার উপর হইতে একটি টমটম গাড়ী চুরি হয়। টমটম গাড়ীর মালিক উক্ত সংবাদ থানায় প্রদান করিলে হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব এর দিক নির্দেশনায় এসআই/ রুবেল দাস ও এএসআই/মিয়াদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ হবিগঞ্জ সদর মডেল থানাধীন ধুলিয়াখাল হইতে ২৩/০৯/২০২৩ খ্রীঃ রাত অনুমান ১২:০৫ ঘটিকার সময় চোরাইকৃত টমটমসহ আসামী ১। মিজানুর রহমান(৩৩), পিতা-ইয়াকুব আলী, মাতা-হাজেরা খাতুন, ২। জুলি আক্তার(২৫), স্বামী-মিজানুর রহমান, উভয় সাং-পাঁচগাঁও, থানা- চুনারুঘাট, জেলা-হবিগঞ্জদ্বয়কে গ্রেফতার করেন এবং চোরাইকৃত টমটমটি থানায় নিয়া আসেন। পরবর্তীতে চোরাইকৃত টমটম গাড়ীর মালিক রশিদ মিয়া (৩০), পিতা-আব্দুল গণি, গ্রাম-শিয়াল দারিয়া, থানা- হবিগঞ্জ সদর, জেলা –হবিগঞ্জ থানায় হাজির হইয়া লিখিত এজাহার দায়ের করিলে অফিসার ইনচার্জ সাহেব এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করে উপরে উল্লেখিত ২জন চোরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। উক্ত চুরির ঘটনার সহিত জড়িত অন্যন্য আসামিদের গ্রেফতারের লক্ষে অভিযান পরিচালনা অব্যাহত আছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন