প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ ২২ আশ্বিন, ১৪৩২ ১৪ রবিউস সানি, ১৪৪৭

তানোরে মুক্তিযোদ্ধা মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সোহানুল হক পারভেজ রাজশাহী : রাজশাহীর তানোরে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (৮২) রবিবার রাত সাড়ে ১২টার দিকে নিজ বাসভবন মাদারীপুর গ্রামে মৃত্যুবরন করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহের রাজেউন)।গতকাল সোমবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ বাসভবনে দাফন সর্ম্পন্ন করা হয়েছে। এসময় তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা বিল্লাল হোসেন, তানোর থানা ওসি আব্দুর রহিম, কামারগাঁ ইউনিয়নের চেয়ারম্যান ফজলে রাব্বী, মুক্তিযোদ্ধা ওহাব শেখসহ উপজেলা সকল মুক্তিযোদ্ধা ও বিভিন্ন পেশ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তানোর প্রেস ক্লাবের সভাপতি সাঈদ সাজু, সাধারণ সম্পাদক টিপু সুলতান, তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি সোহানুল হক পারভেজ, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক শাওন প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন