প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫ ২২ আশ্বিন, ১৪৩২ ১৪ রবিউস সানি, ১৪৪৭

মির্জাপুর উয়াশী ইউনিয়নে মস্তমাপু্রে নৌকা মার্কার প্রচারণার জন্য উঠান বৈঠক অনুষ্ঠিত

আনোয়ার হোসেন,স্টাফ রিপোর্টার: ৭ জানুয়ারি ২০২৪ ইং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনাব খান আহমেদ শুভর নৌকা মার্কার প্রচারণার জন্য উয়াশী ইউনিয়নের মস্তমাপুরে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ২৫ ডিসেম্বর সোমবার ২০২৩ ইং সন্ধ্যা ৭ ঘটিকার সময় মস্তমাপুর ২ নং ওয়ার্ড মেম্বার জনাব টিপু সুলতান খান এর আয়োজনে ইউনিয়ন আওয়ামী লীগ এর সহ সভাপতি জনাব আজিজ মিয়ার সভাপতিত্বে উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয় । উঠান বৈঠকে উপস্থিত ছিলেন টাংগাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাসাইল সখিপুরের মাননীয় এম পি বীর মুক্তিযোদ্ধা এ্যাড জোয়াহেরুল ইসলামের বড় মেয়ে জনাব ডা: জাকিয়া ইসলাম,সদস্য টাংগাইল জেলা আওয়ামী লীগ। এবং মির্জাপুর দ্বায়িত্ব প্রাপ্ত নির্বাচন পরিচালনা কমিটি সদস্য।আরো উপস্থিত ছিলেন উয়াশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব আওলাদ হোসেন।ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ২ নং ওয়ার্ডয়ের বিভিন্ন পেশার মানুষ গন্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সমাজসেবক পিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।সকল বক্তাগন নৌকার জন্য ভোট প্রার্থনা করেন এবং নৌকা কে বিজয় করে ঘরে ফিরে যাবেন বলে আশা প্রকাশ করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন