এ এস এম সাদেকুল ইসলাম:
মরুর বুকে এলো সেথা সেরা গোলাপ ফুল,
মানবতার শ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসুল।
মিথ্যে জাহিলিয়াত অন্ধকারে আলোকিত করার তরে,
হেদায়াতের পরশ পাথর তরাবে দু- কুল,
অতুল যাহার গুণাবলি মদিনার বুলবুল।
খোদার প্রিয় এলেন ভবে,
মুক্তি তখন পেলো সবে আলোর দিশা পেলো,
ন্যায়ের মিযান প্রতিষ্ঠিত জুলুম বিদায় নিলো।
অভাবিরা অন্ন পেলো এতিম পেলো সাহারা,
নারী পেলো শ্রেষ্ঠ সম্মান
দুঃখ গ্লানি নিরসনে শান্তি সুখের ফুয়ারা।