প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বটিয়াঘাটায় মুজিব শতবর্ষের ৬০টি ঘর বিতরণ।

মোঃ ইমরান হোসেন
বটিয়াঘাটা উপজেলা।

বটিয়াঘাটা উপজেলার সদর ইউনিয়নের হোগলবুনিয়া গ্রামে মুজিব শতবর্ষের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর প্রথম পর্যয়ে ৬০ ঘর উপকার ভোগী পরিবারের প্রধানদের মাঝে লটারির মাধ‍্যমে বিতরণ করা হয়।
এ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পে এক সভা রবিবার বেলা ১২ টায় সদর ইউপির চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটুর সভাপতিত্বে ও প‍্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য বিবেক বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ ইবনে মাসূদ আহমেদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এমদাদুল হক, অন‍্যান‍্যের মধ‍্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য যথাক্রমে রমা মন্ডল, ওবায়দুল হক, হিমাংশু সরকার, মিলন বৈরাগী, প্রমূখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন