প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ডিবি পুলিশের অভিযানে ১০২ বোতল ফেন্সিডিলসহ আটক ১

 মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা: সাতক্ষীরা কলারোয়ায় ডিবি পুলিশের অভিযানে ১০২ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম মোঃ আলিমুল ইসলাম (২৯)। সে কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের নাজমুল হোসেনের ছেলে। রোববার ২৪ ডিসেম্বর রাত ১০টার দিকে কলারোয়ার রাজপুর গ্রামের মাদরা-ফুলতলাগামী সড়কের আসামীর বাড়ির সামনের পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা জানায়, পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এর সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ এর নেতৃত্বে এসআই মিঠুন মজুমদার সঙ্গীয় ফোর্সের সহায়তায় উক্ত স্থানে অভিযান চালানো হয়। এসময় আসামীকে ১০২ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে কলারোয়া থানার মামলা হয়েছে। মামলা নং-১৪, তারিখ- ২৪/১২/২০২৩ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) টেবিলের ১৪(গ)/৪১।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন