প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

লালমনিরহাটে লিফলেট বিতরণের সময় বিএনপির ওয়ার্ড সভাপতি আটক

 চয়ন কুমার রায় লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটে বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম কর্মসূচি হিসেবে গণসংযোগের তৃতীয় দিনে লিফলেট বিতরণ করেছে সদর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময়  নুরজামাল নামে এক মহেন্দ্রনগরের ১ ওয়ার্ড বিএনপির সভাপতিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।  শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে শহরের সেনামৈত্রী হর্কাস মার্কেট সামনে তাকে আটক করা হয়।  জেলা গোয়েন্ধা পুলিশ জানান, বিএনপি নেতা নুরুজ্জামানসহ শহরের বিভিন্নস্থানে লিফলেট বিতরণ করছিলেন। এসময় তাকে আটক করার সময় বাকি বিএনপি নেতারা পালিয়ে যান। আটক জামাল  মহেন্দ্রনগর বিএনপি একজন সক্রিয় সদস্য বলে জানা গেছে।  আটকের সময় তার হাতে অনেক গুলো লিফটের পায়েছেন গোয়েন্দা পুলিশ।  জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মজমুল প্রামানিক বলেন, আমরা লিফলেট বিতারণ শেষ বাসায় আস্তেছিলাম হঠাৎ খবর পেলাম জামাল কে আটক করছে সাদা পোশক পরিহিত পুলিশ । তবে কি বিষয়ে তাকে  আটক করেছে আমরা জানি না।  এ বিষয়ে  জেলা বিএনপি পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে বিএনপি সূত্রে জানা গেছে  ।  এই বিষয়ে লালমনিরহাট গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন