প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

আগামী কাল, বামফ্রন্টের ডাকে কলকাতার রাসমণি রোড়ে সারা ভারত কৃষক মজদুর সভার সমর্থনে জোরকদমে প্রচার।।

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

আগামী কাল ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষক ও শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে এবং পশ্চিম বাংলা সরকারের কৃষক পরিবারে প্রতি অসহযোগিতা ও দমন পিড়ন নীতির প্রতিবাদে কলকাতার রানী রাসমণি রোড়ে সারা ভারত কৃষক ও মজদুর সভার বিক্ষোভ প্রদর্শন ও সভার আয়োজন করা হয়েছে। এই বিক্ষোভ প্রদর্শন সভায় উপস্থিত থাকবেন সারা ভারতের বামফ্রন্টের কৃষক ও মজদুর সভার নেতা শ্রী ডি কে রাঘবন ও রাজ্যসভার সদস্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য এম পি এবং মহম্মদ সেলিম এবং পশ্চিম বাংলা র বামফ্রন্টের কৃষক ও মজদুর সভার সভাপতি তুষার ঘোষ এবং পশ্চিম বাংলা র বামফ্রন্টের কৃষক ও মজদুর সভার অন্যান্য নেতৃত্ব। তাদের দাবি অবিলম্বে সারা ভারতের কৃষক ও শ্রমিক ও মজদুর এর শ্রমিক ভাতা ও কৃষক পরিবারে প্রতি ভারত সরকার ও পশ্চিম বাংলা সরকারের সহজ কৃষি সম্প্রসারণ ও উন্নত মানের বীজ বিনামূল্যে দিতে হবে। এবং তাদেরকে কৃষক বিমার মধ্যে নিয়ে আসতে হবে। এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করতে হবে। আগামী কালের কৃষক ও মজদুর সভার আয়োজনে অনুষ্ঠিত সভার জন্য জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে মগরাহাট পশ্চিমের ব্লক বামফ্রন্টের নেতা কমরেড চন্দ্রনাথ সরদার এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বামফ্রন্টের সাধারণ সম্পাদক মন্ডলীর সদস্য শাহনাজ মোকামী ওরফে মিন্টু মোকামী এবং মগরাহাট পশ্চিমের ব্লক বামফ্রন্টের যুব ডি ওয়াই এফ আই এর সাধারণ সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সাদা কাজী। আগামী কাল পশ্চিম বাংলা র বিভিন্ন জেলা থেকে বামফ্রন্টের কৃষক ও মজদুর ইউনিয়নের নেতা ও কর্মীরা মিছিল সহকারে কলকাতার রানী রাসমণি রোড় অভিমুখে যাত্রা করবেন।।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন