প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

মির্জাপুর কামারপাড়া বাজারে মসজিদ ও ক্লাবের শুভ উদ্বোধন

আনোয়ার হোসেন স্টাফ রিপোর্টার: মির্জাপুর ভাওড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কামারপাড়া বাজারে মসজিদ ও ক্লাবের শুভ উদ্বোধন করা হয় । বাজারের দক্ষিণ পাশের বিল্ডিং এর প্রথম তলায় ক্লাব ও দ্বিতীয় তলায় মসজিদ হিসেবে ব্যবহার করা হবে ।২২ ডিসেম্বর শুক্রবার ২০২৩ ইং জুম্মার নামাজের পর এই উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয় । উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জনাব জহিরুল ইসলাম জহির । আরো উপস্থিত ছিলেনভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাজী মোঃ মাসুদুর রহমান মাসুদ ।টাঙ্গাইল জেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক জনাব এস আর খান টুটুল ।জনাব মোঃ মঞ্জুর কাদের প্রধান শিক্ষক কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।জনাব মোঃ করিম মিয়া সভাপতি জনাব মোঃ রহিম মিয়া সাধারণ সম্পাদক কামারপাড়া বাজার কমিটি। কামারপাড়া সমবায় সমিতির সভাপতি সাধারণ সম্পাদক ,কামারপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফরহাদ সহ এলাকার বিশিষ্ট সমাজসেবক গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।অতিথিগ ফিতা কেটে শুভ উদ্বোধন করেন পরে মসজিদের ভিতর দোয়া অনুষ্ঠান শুরু হয়। এরপর বাজারের ভিতরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জনাব জহিরুল ইসলাম জহির সহ অন্যান্য অতিথিবৃন্দ । বক্তব্য শেষে উপস্থিত সকলের মাঝে দুপুরে খাবার বিতরণ করা হয় ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন