আনোয়ার হোসেন স্টাফ রিপোর্টার: মির্জাপুর ভাওড়া ইউনিয়নে (প্রস্তাবিত )বীর মুক্তিযোদ্ধা মোঃ বেলায়েত হোসেন গিয়াস রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাজী মোঃ মাসুদুর রহমান মাসুদ । ২২ ডিসেম্বর শুক্রবার ২০২৩ ইং সকাল ৯ ঘটিকার সময় কামারপাড়া মরহুম সাবেক চেয়ারম্যান তোতা মিয়ার বাড়ি হইতে কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এই রাস্তায় উদ্বোধনী কাজ শুরু করা হয় । কাজের শুভ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মঞ্জুর কাদের । ভাওড়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড মেম্বার জনাব লিটন মাহমুদ, ৭ নং জনাব ইউসুফ মিয়া, ৮নং জনাব শফিকুল ইসলাম শ্যামল, ৯ নং জনাব আজিজ মিয়া ,মহিলা মেম্বার মায়া সিকদার । যুবলীগের ইউনিয়ন আহবায়ক শহিদুল ইসলাম বিপ্লব এ সময় উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাত্র যুবক পিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ । পরে ইমাম সাহেবের দোয়ার মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন গিয়াস (প্রস্তাবিত)রাস্তার কাজের উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয় ।