প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গালিবুর রহমান শরীফের নির্বাচনী পথসভা আয়োজনের ইউনিয়ন আওয়ামী লীগে

মোঃ নাহিদ হাসান,স্টাফ রিপোর্টারঃ ২২/১২/২০২৩

৭১ পাবনা-৪ (ঈশ্বরদী – আটঘরিয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী জনাব গালিবুর রহমান শরীফের নির্বাচনী পথসভা আয়োজন করেন,৭নং ওয়ার্ডের, ১নং সাঁড়া ইউনিয়ন আওয়ামীলীগ ৭১পাবনা-৪(ঈশ্বরদী-আটঘরিয়া)আসনে বাংলাদেশ আওয়ামী লীগ এর নৌকা মার্কার প্রার্থী, জনাব, গালিবুর রহমান শরিফের নির্বাচনী পথসভা আয়োজন করেন ৭নং ওয়ার্ডের, ১নং সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগ।নির্বাচনী পথসভার স্থান করেন ৭নং ওয়ার্ড, ১নং সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগ ঈশ্বরদী, পাবনা। উক্ত নির্বাচনী পথসভার প্রধান অতিথি, পাবনা -৪(ঈশ্বরদী আটঘরিয়া) আসনের নৌকার মাঝি জনাব গালিবুর রহমান শরীফ। উক্ত নির্বাচনী পথসভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জনাব নায়েব আলী বিশ্বাস,জনাব আবুল কালাম মিন্টু, জনাব মোঃ ইমদাদুল হক রানা সরদার।উক্ত পথসভায় সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি। উক্ত নির্বাচনী পথসভার আয়োজনেঃ৭নং ওয়ার্ড, ১নং সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন