প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মালোয়েশিয়া কুয়ালালামপুর এক বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধার আগুনে দগ্ধ হয়ে মৃত্যু বরুণ

মোঃ মোবারক হোসেন নাদিম,বিশেষ প্রতিনিধিঃ

মালোয়েশিয়া কোয়ালালামপুর বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধা আগুনে দগ্ধ হয়ে মৃত্যু বরুণ করছেন। তার মৃত্যু বার্তা পাঠিয়েছেন মাসুদুর রহমান ভূইয়া। উনার বোনের স্বামী আজিজুল হক এবং মাসুদুর রহমান ভূইয়া বাড়ি মনোহরদী উপজেলা শুকুন্দী ইউনিয়ন গন্ডারদিয়া গ্রামে। মৃত আজিজুল হক একটি লোহার কারখানায় কাজ করতেন,কাজ করা সময় হঠাৎ তার গায়ে আগুন লেগে যায় এবং তার পুরো শরীল আগুনে দগ্ধ হয়ে বেশি ভাগ অংশ পুড়ে যায়। মালয়েশিয়া সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা এক মাস যাবত আইসিসিও থাকার পর মৃত্যু বরুণ করছেন। আজিজুল হকে বাড়ি গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা দক্ষিন খামের গাও মীর বাড়ি। দীর্ঘ সময় সে মালয়েশিয়া কুয়ালালামপুর লোহা কারখানায় কাজ করতেন। এমন ঘটনা আগে একবার হয়েছিলো কিন্তু চিকিৎসার পর সুস্থ হয়েছিলেন। এবার আর শেষ রক্ষা হলো না তার সবাইকে কাঁদিয়ে না ফেরা দেশে চলে গেলেন আজিজুল হক। আমরা একজন রেমিট্যান্স যোদ্ধাকে হারিয়েছি। তার মৃত্যু খবর তার পরিবারের লোকজনের কান্না ও শোকের ছায়া নেমেছে এসেছে। আজিজুল হকে দুজন মেয়ে একজন সিনথিয়া আর একজন নোহা। অবুঝ শিশুর দুটি বাবার মৃত্যু খবরে ব্যাকুল হয়ে পড়ে বাবাকে এক নজর দেখার এবং বাবার লাশের অপেক্ষার গুনছে তার পরিবারের লোকজন। আল্লাহ তার পরিবারের লোকজনকে এই মৃত্যু শোক ধৈর্য ধারণ করা মতন তৌফিক দান করুক, আমিন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন